১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ইজেনারেশনের আইপিওতে আবেদন শুরু ১২ জানুয়ারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / ৪৫০৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইজেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ১২ জানুয়ারি আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এর আগে গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

ইজেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিতর্কিত এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ার করুন

x
English Version

ইজেনারেশনের আইপিওতে আবেদন শুরু ১২ জানুয়ারি

আপডেট: ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ইজেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ১২ জানুয়ারি আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এর আগে গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

ইজেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিতর্কিত এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।