ঈদের পর আর্থিক প্রতিষ্ঠান খোলার নতুন সময়সূচি নির্ধারণ

- আপডেট: ০৬:১১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১০৪৭৪ বার দেখা হয়েছে
ঈদুল আজহার ছুটির পর আগামী ১৯ জুন থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আজ বুধবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সার্কুলারে বলা হয়েছে, নতুন নিয়মে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন: দেশে কোটিপতি হিসাবধারীর সংখ্যা কমেছে
এদিকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
প্রজ্ঞাপনে জানানো হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
ঢাকা/এসএইচ