এক ঘণ্টায় ৬ দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

- আপডেট: ১২:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / ১০২৯৩ বার দেখা হয়েছে
ইসরাইলে এক ঘণ্টায় ছয় দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে ইসরাইলের গণমাধ্যমও যুদ্ধবিরতি কার্যকরের খবর জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে ইসরাইলের চ্যানেল ১২ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এছাড়া ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন ‘যুদ্ধবিরতি এখন কার্যকর’। নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানান।
পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না!
ইরান ও ইসরাইলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি।
গত প্রায় ১২ দিনের সংঘাতে ইরানে কয়েকশ ও ইসরাইলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।
এদিকে মঙ্গলবার ভোর থেকে দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালায়। আল জাজিরা বলছে, ইরান এক ঘণ্টার মধ্যে ইসরাইলজুড়ে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে বিরশেবার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
অন্যদিকে ইরানেও পাল্টা হামলা চালায় ইসরাইল। সিএনএন বলছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরাইল
আরও পড়ুন: ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর একেবারে নীরব নেতানিয়াহু
হামলার বেশকিছু ছবি যাচাই করে সিএনএন বলছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন।
যদিও পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরাইল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’
ঢাকা/এসএইচ