এক দফা দাবিতে সুপ্রিম কোর্টের সামনে আনসার সদস্যদের বিক্ষোভ
- আপডেট: ০১:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১০২৯৭ বার দেখা হয়েছে
চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সুপ্রিম কোর্ট গেটের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে সাধারণ আনসার সদস্যরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ রোববার (১১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে ইউনিফর্ম পরা বেশ কয়েকজন আনসার সদস্য রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় মৎস্য ভবন থেকে প্রেসক্লাব ও হাইকোর্ট থেকে মৎস্য ভবনমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় তারা। ফলে রাস্তার উভয়দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে সকালে তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। সেখানেও তারা এক দফা দাবিতে বিক্ষোভ করেছে।
আরও পড়ুন: শপথ নিলেন আরও দুই উপদেষ্টা
তারা বলছেন, আমরা আর চুক্তি নয়, এবার মুক্তি চাই। তিন বছর পরপর আমাদের চাকরি থেকে ইস্তফা দেওয়া হয়। তখন প্রায় ৬-৭ মাস আমাদের অলস বসে থাকতে হয়, উপার্জনেরও কোনো উপায় থাকে না, ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় সময় পার করি। তাই চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি।
ঢাকা/এসএইচ