০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

এক বছরের ব্যবধানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ২৭ হাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / ১০৪৪২ বার দেখা হয়েছে

এক বছরের ব্যবধানে দেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব প্রায় ২৭ হাজার কমেছে। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, ২০২২ সালের ৮ আগস্ট পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা ছিল ১৮ লাখ ২০ হাজার ১৫৭টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭০ হাজার ৬৪৯টি। আর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪৯ হাজার ৫০৮টি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এক বছর পর ২০২৩ সালের ৭ আগস্ট পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সার্বিক বিও হিসাবে তেমন কোনো হেরফের না হলেও, কমেছে নারী বিনিয়োগকারীদের বিও। এক বছরের ব্যবধানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব প্রায় ২৭ হাজার কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৫১৬টি। তবে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়ে যাওয়ায় মোট সংখ্যায় তেনে কোনো পরিবর্তন হয়নি।

অথচ, নারী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে পুঁজিবাজারের পরিচালনা পর্ষদে নারীদের একজন সদস্য রাখা হয়েছে। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একজন নারী পরিচালক রয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চার সদস্যের মধ্যে একজন রয়েছেন নারী সদস্য অর্থাৎ কমিশনার।

আরও পড়ুন: মূলধন বাড়ানোর অনুমতি পেলো ব্রাক ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে ৩৬০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১০ শতাংশই নারী। ডিএসইতে নারীদের কর্মকর্তা-কর্মচারী বাড়াতে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে নারী উদ্যোক্তা বাড়াতে বেশ কিছু সেমিনারের আয়োজন করা হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতেও সচেতনতামূলক প্রোগাম করা হয়েছে। লিস্টেড কোম্পানির পরিচালনা পর্ষদে নারী পরিচালক রয়েছে কি না এ বিষয়ে তদারকি করা হয়েছে।

বিজনেস জার্নাল/এআর

শেয়ার করুন

x

এক বছরের ব্যবধানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ২৭ হাজার

আপডেট: ০৫:৫৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

এক বছরের ব্যবধানে দেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব প্রায় ২৭ হাজার কমেছে। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, ২০২২ সালের ৮ আগস্ট পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা ছিল ১৮ লাখ ২০ হাজার ১৫৭টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭০ হাজার ৬৪৯টি। আর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪৯ হাজার ৫০৮টি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এক বছর পর ২০২৩ সালের ৭ আগস্ট পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সার্বিক বিও হিসাবে তেমন কোনো হেরফের না হলেও, কমেছে নারী বিনিয়োগকারীদের বিও। এক বছরের ব্যবধানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব প্রায় ২৭ হাজার কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৫১৬টি। তবে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়ে যাওয়ায় মোট সংখ্যায় তেনে কোনো পরিবর্তন হয়নি।

অথচ, নারী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে পুঁজিবাজারের পরিচালনা পর্ষদে নারীদের একজন সদস্য রাখা হয়েছে। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একজন নারী পরিচালক রয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চার সদস্যের মধ্যে একজন রয়েছেন নারী সদস্য অর্থাৎ কমিশনার।

আরও পড়ুন: মূলধন বাড়ানোর অনুমতি পেলো ব্রাক ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে ৩৬০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১০ শতাংশই নারী। ডিএসইতে নারীদের কর্মকর্তা-কর্মচারী বাড়াতে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে নারী উদ্যোক্তা বাড়াতে বেশ কিছু সেমিনারের আয়োজন করা হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতেও সচেতনতামূলক প্রোগাম করা হয়েছে। লিস্টেড কোম্পানির পরিচালনা পর্ষদে নারী পরিচালক রয়েছে কি না এ বিষয়ে তদারকি করা হয়েছে।

বিজনেস জার্নাল/এআর