১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

এক বছরে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৬১৬ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১০২৮৩ বার দেখা হয়েছে

২০২৪ সালে দেশের ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। বছরের প্রথমার্ধের চেয়ে শেষ ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কিছুটা কমেছে। তবে শেষ ছয় মাসে স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন অভিযোজন খাতের ব্যয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যাংকগুলো ২০২৪ সালে করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছিল ৩০৯ কোটি ১৯ লাখ টাকা। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস সময়ে ব্যয় হয়েছে ৩০৬ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে বছরের প্রথম ছয় মাসের তুলনায় বছরের শেষদিকে সিএসআর ব্যয় কমেছে ২ কোটি ৪৩ লাখ টাকা।

আলোচিত সময়ে খাতভিত্তিক সিএসআর ব্যয় পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশের ব্যাংকগুলোর শিক্ষাখাতে সিএসআর ব্যয় হয়েছে ৪৪ কোটি ৪৭ লাখ টাকা। একই বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এ খাতে সিএসআর ব্যয় হয়েছিল ৬৩ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য সময়ে শিক্ষাখাতে সিএসআর ব্যয় ১৯ কোটি ১৭ লাখ টাকা কমেছে। তবে শিক্ষাখাতে ব্যয় কমলেও স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে।

স্বাস্থ্যখাতে ব্যাংকগুলোর গত বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে সিএসআর ব্যয় হয়েছে ৮২ কোটি ৯৯ লাখ টাকা। একই বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এ খাতে সিএসআর ব্যয় ৭১ কোটি ৯৮ লাখ টাকা। আলোচ্য সময়ে স্বাস্থ্যখাতের সিএসআর ব্যয় প্রায় ১১ কোটি টাকা বেড়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে ব্যাংকগুলোর ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সিএসআর ব্যয় হয়েছে ১৫ কোটি ২ লাখ টাকা। বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এ খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৭ কোটি ৩৪ লাখ টাকা। এ খাতেও সিএসআর ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট

অন্যান্য খাতে সিএসআর ব্যয় কিছুটা কমেছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে অন্যান্য খাতের সিএসআর ব্যয় হয়েছে ১৬৪ কোটি ২৯ লাখ টাকা যা প্রথমার্ধ (জানুয়ারি থেকে জুন) পর্যন্ত এ খাতে সিএসআর ব্যয় হয়েছিল ১৬৬ কোটি ২৩ লাখ টাকা।

তবে ২০২৪ সালে ছয়টি ব্যাংক কোনো ধরনের সিএসআর ব্যয় করেনি। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং পদ্মা ব্যাংক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

এক বছরে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৬১৬ কোটি টাকা

আপডেট: ১১:১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

২০২৪ সালে দেশের ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। বছরের প্রথমার্ধের চেয়ে শেষ ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কিছুটা কমেছে। তবে শেষ ছয় মাসে স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন অভিযোজন খাতের ব্যয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যাংকগুলো ২০২৪ সালে করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছিল ৩০৯ কোটি ১৯ লাখ টাকা। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস সময়ে ব্যয় হয়েছে ৩০৬ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে বছরের প্রথম ছয় মাসের তুলনায় বছরের শেষদিকে সিএসআর ব্যয় কমেছে ২ কোটি ৪৩ লাখ টাকা।

আলোচিত সময়ে খাতভিত্তিক সিএসআর ব্যয় পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দেশের ব্যাংকগুলোর শিক্ষাখাতে সিএসআর ব্যয় হয়েছে ৪৪ কোটি ৪৭ লাখ টাকা। একই বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এ খাতে সিএসআর ব্যয় হয়েছিল ৬৩ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য সময়ে শিক্ষাখাতে সিএসআর ব্যয় ১৯ কোটি ১৭ লাখ টাকা কমেছে। তবে শিক্ষাখাতে ব্যয় কমলেও স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে।

স্বাস্থ্যখাতে ব্যাংকগুলোর গত বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে সিএসআর ব্যয় হয়েছে ৮২ কোটি ৯৯ লাখ টাকা। একই বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এ খাতে সিএসআর ব্যয় ৭১ কোটি ৯৮ লাখ টাকা। আলোচ্য সময়ে স্বাস্থ্যখাতের সিএসআর ব্যয় প্রায় ১১ কোটি টাকা বেড়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে ব্যাংকগুলোর ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সিএসআর ব্যয় হয়েছে ১৫ কোটি ২ লাখ টাকা। বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এ খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৭ কোটি ৩৪ লাখ টাকা। এ খাতেও সিএসআর ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট

অন্যান্য খাতে সিএসআর ব্যয় কিছুটা কমেছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে অন্যান্য খাতের সিএসআর ব্যয় হয়েছে ১৬৪ কোটি ২৯ লাখ টাকা যা প্রথমার্ধ (জানুয়ারি থেকে জুন) পর্যন্ত এ খাতে সিএসআর ব্যয় হয়েছিল ১৬৬ কোটি ২৩ লাখ টাকা।

তবে ২০২৪ সালে ছয়টি ব্যাংক কোনো ধরনের সিএসআর ব্যয় করেনি। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং পদ্মা ব্যাংক।

ঢাকা/এসএইচ