এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান

- আপডেট: ০৬:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১০৪৫৯ বার দেখা হয়েছে
অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ কে অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তার আগে আজ অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের অনেকে তাঁর পদত্যাগ দাবি করে আসছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এনবিআর চেয়ারম্যানসহ আওয়ামীলীগ আমলে নিয়োগ পাওয়া সব সংস্থার প্রধানের পদত্যাগ দাবি করেছিল।
আরও পড়ুন: ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুর ও উপদেষ্টা সালমান এফ রহমান
চলতি বছরের মে মাসে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পান আব্দুর রহমান খান। সচিব পদে পদোন্নতির পর তাকে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।
ঢাকা/এসআর