এবার বইমেলায় স্টল ভাড়া কমানো হবে: আসিফ নজরুল
- আপডেট: ০৪:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ১০২৩৫ বার দেখা হয়েছে
এ বছর ‘অমর একুশে’ বইমেলায় স্টলভাড়া কমানো হবে জানিয়েছেন সংস্কৃতি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ শনিবার (১২ অক্টোবর) সকালে উপদেষ্টার কার্যালয়ে প্রকাশনা সংস্কার কমিটির সদস্যদের দাবির প্রেক্ষিতে উপদেষ্টা মেলায় স্টল ভাড়া কমানোর প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: ‘সমুদ্রপথে হজে গেলে খরচ ৪০ শতাংশ কমে যাবে’
প্রকাশনা সংস্কার কমিটির আহ্বায়ক মাহবুব রাহমানের স্বাক্ষরিত আট দফা প্রস্তাবনার প্রেক্ষিতে ড. আসিফ নজরুল বলেন, এই সরকার অবশ্যই বঞ্চিত এবং সৎ ও সত্যিকারের সাহিত্য বিকাশের পক্ষের প্রকাশকদের কথা মনে রাখবে। বইমেলাকে লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় পরিণত করতে হবে।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ সৃজনশীল প্রকাশনা শিল্পের উন্নয়ন, মানসম্পন্ন বই প্রকাশ এবং পাঠক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
ঢাকা/এসএইচ