এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

- আপডেট: ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ১০৩৩৩ বার দেখা হয়েছে
এবি (আরব বাংলাদেশ) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্যাংকটির একটি দায়িত্বশীল সূত্র জানায়, তার জায়গায় সাবেক এক ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরীর পদত্যাগের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
আরও পড়ুন: রাশেদ মাকসুদের পদত্যাগের গুঞ্জনে ফের ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খায়রুল আলম চৌধুরী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।
ঢাকা/এসএইচ