এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু ৪ ফেব্রুয়ারি
- আপডেট: ০৩:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১০৯০৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এশিয়াটিক ল্যাবরেটিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির আইপিও আবেদন চলবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, গত ২৮ নভেম্বর বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের অর্থ উত্তোলনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
বিএসইসির ৮৩৭ তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে ৯৫ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে সিকিউরিটি আইন ২০১৫ অনুযায়ী প্রাথমিক গণ প্রস্তাবে আইপিও এর মাধ্যমে উত্তোলন করার প্রস্তাব অনমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: ১২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ডাচ-বাংল ব্যাংক
পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি কমিশন শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের সাবসক্রিপশন অংশটুকু স্থগিত করেছিল। কমিশনের ৮৮৯ তম সভায় উক্ত স্থগিত আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা/টিএ