০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ওষুধ খাতে ৫৭ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৯৪ বার দেখা হয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩১টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৩টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৫৭ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১৩টির বা ৫৭ শতাংশের মুনাফা বেড়েছে। ৮টির বা ৩৪ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ২টি বা ৯ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৩২০ শতাংশ বেড়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ শতাংশ এসিআইয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ১১২ শতাংশ মুনাফা বেড়েছে এসিআই ফর্মূলেশনের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে একমি ল্যাবরেটরিজের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ৮টির বা ৩৪ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৮৯ শতাংশ কমেছে এএফসি এগ্রো বায়োটেকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ শতাংশ ওয়াটা কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ মুনাফা কমেছে ওরিয়ন ইনফিউশনের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ কমেছে সিলভা ফার্মার।

অর্থবছরের ছয় মাসে লোকসান হয়েছে ২টির বা ৯ শতাংশ কোম্পানির। কোম্পানি দুইটির মধ্যে ফার কেমিক্যাল মুনাফা থেকে লোকসানে নেমেছে। আর বেক্সিমকো সিনথেটিকসের লোকসান আগের বছর একই সময় থেকে ৬ শতাংশ কমেছে।

কোম্পানির নাম২০২০ সালের ছয় মাসের ইপিএস২০১৯ সালের ছয় মাসের ইপিএসব্যবধান
   বেড়েছে
বিকন ফার্মা১.২৬ টাকা০.৩০ টাকা৩২০%
এসিআিই৩.১৯ টাকা(১১.০৯) টাকা১২৯%
এসিআই ফর্মূলেশন২.৪৮ টাকা১.১৭ টাকা১১২%
গ্লোবাল হেভি কেমিক্যাল০.৩৯ টাকা০.২৫ টাকা৫৬%
সেন্ট্রাল ফার্মা০.১৬ টাকা০.১১ টাকা৪৫%
বেক্সিমকো ফার্মা৪.৯৫ টাকা৩.৮৩ টাকা২৯%
সালভো ফার্মা০.৩০ টাকা০.২৪ টাকা২৫%
রেনেটা২৪.৬৩ টাকা২০.৪০ টাকা২১%
কোহিনুর কেমিক্যাল৫.৪৯ টাকা৪.৭০ টাকা১৭%
স্কয়ার ফার্মা৮.৭৬ টাকা৭.৭৭ টাকা১৩%
ইবনে সিনা৮.১৯ টাকা৭.৩০ টাকা১২%
জেএমআই সিরিঞ্জ২.৮৮ টাকা২.৫৯ টাকা১১%
একমি ল্যাবরেটরিজ৩.৭৪ টাকা৩.৬৬ টাকা২%
    
   কমেছে
এএফসি এগ্রো০.০৯ টাকা০.৮১ টাকা৮৯%
ওয়াটা কেমিক্যাল৪.১১ টাকা৬.৬০ টাকা৩৮%
ওরিয়ন ইনফিউশন০.৭৯ টাকা১.১৪ টাকা৩১%
অ্যাডভেন্ট ফার্মা০.৭৯ টাকা১.০৪ টাকা২৪%
ইন্দো-বাংলা ফার্মা০.৬৬ টাকা০.৮৩ টাকা২০%
ফার্মা এইডস৮.০৫ টাকা৯.৭৭ টাকা১৮%
ওরিয়ন ফার্মা২.০৩ টাকা২.১৪ টাকা৫%
সিলভা ফার্মা০.৫৪ টাকা০.৫৫ টাকা২%
    
   লোকসান
ফার কেমিক্যাল(০.০৩) টাকা০.৩৬ টাকা১০৮%
বেক্সিমকো সিনথেটিকস(১.৩২) টাকা(১.৪০) টাকা৬%

সূএ: বিজনেস আওয়ার

শেয়ার করুন

x
English Version

ওষুধ খাতে ৫৭ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে

আপডেট: ১২:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩১টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২৩টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৫৭ শতাংশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ১৩টির বা ৫৭ শতাংশের মুনাফা বেড়েছে। ৮টির বা ৩৪ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। আর ২টি বা ৯ শতাংশ কোম্পানির লোকসান হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ৩২০ শতাংশ বেড়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২৯ শতাংশ এসিআইয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ১১২ শতাংশ মুনাফা বেড়েছে এসিআই ফর্মূলেশনের। আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে একমি ল্যাবরেটরিজের।

দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসে ৮টির বা ৩৪ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ৮৯ শতাংশ কমেছে এএফসি এগ্রো বায়োটেকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ শতাংশ ওয়াটা কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ মুনাফা কমেছে ওরিয়ন ইনফিউশনের। মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ কমেছে সিলভা ফার্মার।

অর্থবছরের ছয় মাসে লোকসান হয়েছে ২টির বা ৯ শতাংশ কোম্পানির। কোম্পানি দুইটির মধ্যে ফার কেমিক্যাল মুনাফা থেকে লোকসানে নেমেছে। আর বেক্সিমকো সিনথেটিকসের লোকসান আগের বছর একই সময় থেকে ৬ শতাংশ কমেছে।

কোম্পানির নাম২০২০ সালের ছয় মাসের ইপিএস২০১৯ সালের ছয় মাসের ইপিএসব্যবধান
   বেড়েছে
বিকন ফার্মা১.২৬ টাকা০.৩০ টাকা৩২০%
এসিআিই৩.১৯ টাকা(১১.০৯) টাকা১২৯%
এসিআই ফর্মূলেশন২.৪৮ টাকা১.১৭ টাকা১১২%
গ্লোবাল হেভি কেমিক্যাল০.৩৯ টাকা০.২৫ টাকা৫৬%
সেন্ট্রাল ফার্মা০.১৬ টাকা০.১১ টাকা৪৫%
বেক্সিমকো ফার্মা৪.৯৫ টাকা৩.৮৩ টাকা২৯%
সালভো ফার্মা০.৩০ টাকা০.২৪ টাকা২৫%
রেনেটা২৪.৬৩ টাকা২০.৪০ টাকা২১%
কোহিনুর কেমিক্যাল৫.৪৯ টাকা৪.৭০ টাকা১৭%
স্কয়ার ফার্মা৮.৭৬ টাকা৭.৭৭ টাকা১৩%
ইবনে সিনা৮.১৯ টাকা৭.৩০ টাকা১২%
জেএমআই সিরিঞ্জ২.৮৮ টাকা২.৫৯ টাকা১১%
একমি ল্যাবরেটরিজ৩.৭৪ টাকা৩.৬৬ টাকা২%
    
   কমেছে
এএফসি এগ্রো০.০৯ টাকা০.৮১ টাকা৮৯%
ওয়াটা কেমিক্যাল৪.১১ টাকা৬.৬০ টাকা৩৮%
ওরিয়ন ইনফিউশন০.৭৯ টাকা১.১৪ টাকা৩১%
অ্যাডভেন্ট ফার্মা০.৭৯ টাকা১.০৪ টাকা২৪%
ইন্দো-বাংলা ফার্মা০.৬৬ টাকা০.৮৩ টাকা২০%
ফার্মা এইডস৮.০৫ টাকা৯.৭৭ টাকা১৮%
ওরিয়ন ফার্মা২.০৩ টাকা২.১৪ টাকা৫%
সিলভা ফার্মা০.৫৪ টাকা০.৫৫ টাকা২%
    
   লোকসান
ফার কেমিক্যাল(০.০৩) টাকা০.৩৬ টাকা১০৮%
বেক্সিমকো সিনথেটিকস(১.৩২) টাকা(১.৪০) টাকা৬%

সূএ: বিজনেস আওয়ার