১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ১০২৫২ বার দেখা হয়েছে

চার দিনের সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দোহার উদ্দেশে রওনা হন তিনি। কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ২২ ও ২৩ এপ্রিল আর্থানা সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে। এই সফরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন। কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে, সে জন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে। পাশাপাশি কাতারের সঙ্গে কীভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়, সে লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, তারা ২৩ এপ্রিল সেই সম্মেলনে থাকবেন। আশা করছি, সেখান থেকে আমরা ভালো কিছু রেসপন্স পাবো।

আরও পড়ুন: পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম

প্রেস সচিব আরও জানান, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেবেন। কাতারে আড়াই ঘণ্টাব্যাপী রোহিঙ্গা ইস্যুতে বড় সম্মেলন আছে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন। এখানে রোহিঙ্গা নিয়ে সম্পৃক্ত অনেকেই থাকবেন। আমরা আশা করছি, অনেক সফল একটা মিটিং হবে। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ যে বড় সম্মেলন করতে যাচ্ছে সেটারই প্রস্তুতিস্বরূপ আমরা মনে করছি, বৈশ্বিক আলোচনার টেবিলে রোহিঙ্গা ইস্যু পুনরায় ফিরে আসবে। আশা করি, এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান পাবো। সফর শেষে ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকায় ফিরে আসবেন প্রধান উপদেষ্টা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

আপডেট: ০৭:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

চার দিনের সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দোহার উদ্দেশে রওনা হন তিনি। কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ২২ ও ২৩ এপ্রিল আর্থানা সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে। এই সফরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন। কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে, সে জন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে। পাশাপাশি কাতারের সঙ্গে কীভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়, সে লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, তারা ২৩ এপ্রিল সেই সম্মেলনে থাকবেন। আশা করছি, সেখান থেকে আমরা ভালো কিছু রেসপন্স পাবো।

আরও পড়ুন: পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: শফিকুল আলম

প্রেস সচিব আরও জানান, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেবেন। কাতারে আড়াই ঘণ্টাব্যাপী রোহিঙ্গা ইস্যুতে বড় সম্মেলন আছে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন। এখানে রোহিঙ্গা নিয়ে সম্পৃক্ত অনেকেই থাকবেন। আমরা আশা করছি, অনেক সফল একটা মিটিং হবে। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ যে বড় সম্মেলন করতে যাচ্ছে সেটারই প্রস্তুতিস্বরূপ আমরা মনে করছি, বৈশ্বিক আলোচনার টেবিলে রোহিঙ্গা ইস্যু পুনরায় ফিরে আসবে। আশা করি, এটা নিয়ে আমরা দ্রুত কিছু সমাধান পাবো। সফর শেষে ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাতে ঢাকায় ফিরে আসবেন প্রধান উপদেষ্টা।

ঢাকা/এসএইচ