০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ১০৩১৫ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে গালফ অঞ্চলের দেশ কাতার। সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (২১ মে) জানিয়েছে, কাতারে ঈদের ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে। যা টানা পাঁচদিন অব্যাহত থাকবে। জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের দিন হয়। যা ইসলাম ধর্মে অন্যতম পবিত্র দিন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কাতারে ঈদ কবে?

ইসলামিক মাস যেহেতু চাঁদের ওপর নির্ভর করে নির্ধারণ হয়। তাই কাতারে এখনো ঈদের তারিখ নির্ধারণ হয়নি। পবিত্র ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখ। এদিন মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানি করে থাকেন।

কাতারে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী ২৭ মে সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি ওইদিন চাঁদ দেখা যায় তাহলে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন। আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৭ জুন।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষ্যে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৯ জিলহজ সরকারি ছুটি। এরপর ঈদের জন্য দেশটির মানুষ আরও তিনদিন বাড়তি ছুটি পাবেন।

আমিরাতে ৫ জুন আরাফাতের দিন, ৬ জুন ঈদুল আজহা এমন হিসাব করে আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

আরও পড়ুন: ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

ঈদের সম্ভাব্য তারিখ

আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। তবে  ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা গেলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

সূত্র: খালিজ টাইমস

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা

আপডেট: ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে গালফ অঞ্চলের দেশ কাতার। সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (২১ মে) জানিয়েছে, কাতারে ঈদের ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে। যা টানা পাঁচদিন অব্যাহত থাকবে। জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের দিন হয়। যা ইসলাম ধর্মে অন্যতম পবিত্র দিন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কাতারে ঈদ কবে?

ইসলামিক মাস যেহেতু চাঁদের ওপর নির্ভর করে নির্ধারণ হয়। তাই কাতারে এখনো ঈদের তারিখ নির্ধারণ হয়নি। পবিত্র ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখ। এদিন মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানি করে থাকেন।

কাতারে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী ২৭ মে সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি ওইদিন চাঁদ দেখা যায় তাহলে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন। আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৭ জুন।

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষ্যে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৯ জিলহজ সরকারি ছুটি। এরপর ঈদের জন্য দেশটির মানুষ আরও তিনদিন বাড়তি ছুটি পাবেন।

আমিরাতে ৫ জুন আরাফাতের দিন, ৬ জুন ঈদুল আজহা এমন হিসাব করে আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

আরও পড়ুন: ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

ঈদের সম্ভাব্য তারিখ

আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। তবে  ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা গেলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয় সে হিসেবে এখানকার মানুষ ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন।

সূত্র: খালিজ টাইমস

ঢাকা/এসএইচ