১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কাশ্মীরে যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয় ২ পুলিশকে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৪৯ বার দেখা হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের প্রধান শহর শ্রীনগরে দুই পুলিশ সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এক বিচ্ছিন্নতাবাদী। পুলিশ জানায়, শ্রীনগরের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্রগোষ্ঠীর এক সদস্য গুলি চালায়। হাসপাতালে নেওয়ার পর দুই পুলিশ সদস্য মারা যান। খবর পিটিআইয়ের।

খবরে বলা হয়, শুক্রবারের এ ঘটনার ভিডিও ঘটনাস্থলের সিসিটিভির ক্যামেরাগুলোতে ধরা পড়েছে। 

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য কনস্টেবল সোহাইল আহমেদ ও মোহাম্মদ ইউসুফ নগরীর বঘত বারজুল্লা এলাকার একটি চায়ের দোকানে ছিলেন, তখন হামলার ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। বঘত বারজুল্লা এলাকাটি কঠোর নিরাপত্তা নজরদারীর মধ্যে থাকা বিমানবন্দর সড়কের পাশে।

সিসিটিভির ফুটেজের সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সাকিব নামে শনাক্ত হওয়া এক ব্যক্তি তার পরনের চাদরের মধ্যে লুকানো একটি স্বয়ংক্রিয় রাইফেল বের করে দুই পুলিশ সদস্যের দিকে গুলি ছোড়েন। কী ঘটল লোকজন তা বুঝে ওঠার আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। সাকিব কাশ্মীরের কোনো বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী দলের সঙ্গে যুক্ত শেষ খবর পর্যন্ত তা পরিষ্কার হয়নি।

 

আরও পড়ুুন:

শেয়ার করুন

x
English Version

কাশ্মীরে যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয় ২ পুলিশকে

আপডেট: ১২:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের প্রধান শহর শ্রীনগরে দুই পুলিশ সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে এক বিচ্ছিন্নতাবাদী। পুলিশ জানায়, শ্রীনগরের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে সশস্ত্রগোষ্ঠীর এক সদস্য গুলি চালায়। হাসপাতালে নেওয়ার পর দুই পুলিশ সদস্য মারা যান। খবর পিটিআইয়ের।

খবরে বলা হয়, শুক্রবারের এ ঘটনার ভিডিও ঘটনাস্থলের সিসিটিভির ক্যামেরাগুলোতে ধরা পড়েছে। 

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য কনস্টেবল সোহাইল আহমেদ ও মোহাম্মদ ইউসুফ নগরীর বঘত বারজুল্লা এলাকার একটি চায়ের দোকানে ছিলেন, তখন হামলার ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। বঘত বারজুল্লা এলাকাটি কঠোর নিরাপত্তা নজরদারীর মধ্যে থাকা বিমানবন্দর সড়কের পাশে।

সিসিটিভির ফুটেজের সূত্র দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সাকিব নামে শনাক্ত হওয়া এক ব্যক্তি তার পরনের চাদরের মধ্যে লুকানো একটি স্বয়ংক্রিয় রাইফেল বের করে দুই পুলিশ সদস্যের দিকে গুলি ছোড়েন। কী ঘটল লোকজন তা বুঝে ওঠার আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন। সাকিব কাশ্মীরের কোনো বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী দলের সঙ্গে যুক্ত শেষ খবর পর্যন্ত তা পরিষ্কার হয়নি।

 

আরও পড়ুুন: