০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কী কী গান আনছেন তরুণ শিল্পীরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • / ৪১৩০ বার দেখা হয়েছে

নতুন বছর মানে একটি নতুন সংগীতবর্ষও বটে। এ বছর গানের মানুষেরা প্রস্তুত হচ্ছেন তাঁদের নতুন নতুন সব গান নিয়ে। যদিও তাঁদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আরও আগে। বিশেষ করে বাংলাদেশের তরুণ সংগীত তারকারা প্রস্তুত তাঁদের একগুচ্ছ নতুন কাজ নিয়ে। শ্রোতাদের জন্য অপেক্ষা করছে তাঁদের ব্যতিক্রম আর নিরীক্ষামূলক সব কাজ। করোনার আতঙ্কে বন্ধ হয়ে থাকা কনসার্টও ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

করোনার ভয় জয় করে আবার কনসার্টে গাইতে শুরু করেছেন অনেক শিল্পী। তাঁদের একজন সাজিয়া সুলতানা পুতুল। গাজীপুরের এক অনুষ্ঠানস্থল থেকে মুঠোফোনে তিনি জানালেন চলতি বছরের নতুন সব পরিকল্পনা ও প্রস্তুতির কথা। বেশ কিছু নতুন গান করছেন তিনি। তাঁর ব্যক্তিগত ও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে এ বছর প্রকাশিত হবে সে রকম বেশ কয়েকটি গান। তিনি বলেন, ‘এ বছর আমার বেশ কিছু গান প্রকাশিত হবে। সেগুলোর মধ্যে রয়েছে “স্বপ্ন”, “যদি ভুলের নাম”, “হতাম যদি”। তবে ব্যয়বহুল সংগীতচিত্র নির্মাণে বেশ অনাগ্রহী পুতুল।’ তিনি বলেন, ‘শেষ পর্যন্ত অডিওটাই সব। ইউটিউবে প্রকাশের জন্য যতটুকু ভিডিও করা দরকার, ততটুকুই করব। ব্যয়বহুল ভিডিও নির্মাণে আমি আগ্রহ পাই না।’

নিয়মিত নিত্যনতুন গান ও সংগীতচিত্র উপহার দিয়ে আসছেন ইমরান মাহমুদুল। এ বছরও বেশ কিছু ব্যতিক্রম কাজের পরিকল্পনা করে রেখেছেন এই শিল্পী। সম্প্রতি প্রকাশিত হয়েছে আনিসার সঙ্গে তাঁর গাওয়া নতুন গান ‘যদি একদিন’। তিনি জানালেন, চলচ্চিত্র, অডিওসহ বেশ কিছু নতুন গান এ বছর প্রকাশ করবেন। নতুন গানগুলোকে রুচিশীল সংগীতচিত্রের সঙ্গে প্রকাশের চেষ্টা করেন তিনি। ইমরান বলেন, এ বছর পরিকল্পনার মধ্যে বেশ কিছু ব্যতিক্রম কাজ আছে। কথা হয়ে আছে কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে। একে একে মুক্তি পাবে নতুন সব গান।

খুলনায় কনসার্টে গাইতে গেছেন ঐশী। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জায়গার কনসার্টে গাইবেন এই শিল্পী। জানালেন, প্রকাশের অপেক্ষায় তাঁর একগুচ্ছ নতুন ও নিরীক্ষাধর্মী গান। সেসবের মধ্যে রয়েছে ‘আলিফ লায়লা’, ‘পাঙ্খা টু’, ‘পাগল পাগল’, ‘কৃষ্ণ’, ‘মানবগাড়ি’, ‘ও কালারে’, শফি মণ্ডলের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘তার ভিতরে বাতাস ভরিয়া’। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘কে এখন তো মনে’ শিরোনামে একটি গান। তিনি বলেন, ‘এ বছর আমার যে একগুচ্ছ গান প্রকাশিত হবে, সেগুলোর কাজ গত বছর থেকেই শুরু হয়ে গেছে। আশা করছি এগুলো শ্রোতাদের আলোড়িত করবে। কেননা, আমি নিজেই গানগুলো গেয়ে আনন্দ পেয়েছি।’

শিল্পী কিশোর দাস জানান, এ বছর গান নিয়ে তাঁর পরিকল্পনা অনেক। কেবল নিজের জন্য নয়, নিজের সুরে অন্যদের জন্যও গান করছেন তিনি। ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে ‘তুমি চিরদিন’ শিরোনামে একটি নতুন গান। শিগগিরই ভিডিওসহ প্রকাশিত হবে গানটি। নতুন তিনটি গানের সুর করেছেন এই তরুণ শিল্পী। গানগুলো তিনিসহ গাইবেন ডলি সায়ন্তনী ও তপন চৌধুরী। কিশোর বলেন, ‘এ বছর অনেক কাজ করার ইচ্ছা আছে। একটি হিন্দি গানও করেছি। শিগগিরই প্রকাশিত হবে সেটি।’

ভক্তদের জন্য নতুন চমক নিয়ে অপেক্ষা করছেন মাইনুল আহসান নোবেল। সংগীতচিত্রসহ নতুন গান নিয়ে আসছেন তিনি। জানালেন, ‘অভিনয়’ গানটির পর ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে। তাই চেষ্টা থাকবে আগের চেয়ে ভালো ভালো গান শ্রোতাদের উপহার দেওয়ার। ইতিমধ্যে চলচ্চিত্রের জন্য ‘মুখোশ’ শিরোনামে একটি গানের প্রস্তুতি শেষ করেছেন তিনি। প্রকাশের অপেক্ষায় আছে ‘সবকিছু ছেড়ে’ ও ‘মেহেরবান’ শিরোনামে দুটি গান। নোবেল বলেন, ‘এখন ভিডিও ছাড়া নতুন গানের কথা ভাবাও যায় না। আশা আছে পরের গানগুলোর আরও ভালো মিউজিক ভিডিও করব।’

বসে নেই অন্য অন্য তরুণও। হৃদয় খান, নিশিতা, প্রীতম, কোনাল, সালমা, রন্টি, ঝিলিক, পূজা, লুইপার মতো তরুণ শিল্পীরা নিজেদের নতুন নতুন সব কাজের প্রস্তুতি নিচ্ছেন। একে একে বছরের পুরোটা সময় নিজেদের গানগুলো প্রকাশ করবেন তাঁরা।

শেয়ার করুন

x
English Version

কী কী গান আনছেন তরুণ শিল্পীরা

আপডেট: ১২:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১

নতুন বছর মানে একটি নতুন সংগীতবর্ষও বটে। এ বছর গানের মানুষেরা প্রস্তুত হচ্ছেন তাঁদের নতুন নতুন সব গান নিয়ে। যদিও তাঁদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আরও আগে। বিশেষ করে বাংলাদেশের তরুণ সংগীত তারকারা প্রস্তুত তাঁদের একগুচ্ছ নতুন কাজ নিয়ে। শ্রোতাদের জন্য অপেক্ষা করছে তাঁদের ব্যতিক্রম আর নিরীক্ষামূলক সব কাজ। করোনার আতঙ্কে বন্ধ হয়ে থাকা কনসার্টও ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

করোনার ভয় জয় করে আবার কনসার্টে গাইতে শুরু করেছেন অনেক শিল্পী। তাঁদের একজন সাজিয়া সুলতানা পুতুল। গাজীপুরের এক অনুষ্ঠানস্থল থেকে মুঠোফোনে তিনি জানালেন চলতি বছরের নতুন সব পরিকল্পনা ও প্রস্তুতির কথা। বেশ কিছু নতুন গান করছেন তিনি। তাঁর ব্যক্তিগত ও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে এ বছর প্রকাশিত হবে সে রকম বেশ কয়েকটি গান। তিনি বলেন, ‘এ বছর আমার বেশ কিছু গান প্রকাশিত হবে। সেগুলোর মধ্যে রয়েছে “স্বপ্ন”, “যদি ভুলের নাম”, “হতাম যদি”। তবে ব্যয়বহুল সংগীতচিত্র নির্মাণে বেশ অনাগ্রহী পুতুল।’ তিনি বলেন, ‘শেষ পর্যন্ত অডিওটাই সব। ইউটিউবে প্রকাশের জন্য যতটুকু ভিডিও করা দরকার, ততটুকুই করব। ব্যয়বহুল ভিডিও নির্মাণে আমি আগ্রহ পাই না।’

নিয়মিত নিত্যনতুন গান ও সংগীতচিত্র উপহার দিয়ে আসছেন ইমরান মাহমুদুল। এ বছরও বেশ কিছু ব্যতিক্রম কাজের পরিকল্পনা করে রেখেছেন এই শিল্পী। সম্প্রতি প্রকাশিত হয়েছে আনিসার সঙ্গে তাঁর গাওয়া নতুন গান ‘যদি একদিন’। তিনি জানালেন, চলচ্চিত্র, অডিওসহ বেশ কিছু নতুন গান এ বছর প্রকাশ করবেন। নতুন গানগুলোকে রুচিশীল সংগীতচিত্রের সঙ্গে প্রকাশের চেষ্টা করেন তিনি। ইমরান বলেন, এ বছর পরিকল্পনার মধ্যে বেশ কিছু ব্যতিক্রম কাজ আছে। কথা হয়ে আছে কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে। একে একে মুক্তি পাবে নতুন সব গান।

খুলনায় কনসার্টে গাইতে গেছেন ঐশী। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জায়গার কনসার্টে গাইবেন এই শিল্পী। জানালেন, প্রকাশের অপেক্ষায় তাঁর একগুচ্ছ নতুন ও নিরীক্ষাধর্মী গান। সেসবের মধ্যে রয়েছে ‘আলিফ লায়লা’, ‘পাঙ্খা টু’, ‘পাগল পাগল’, ‘কৃষ্ণ’, ‘মানবগাড়ি’, ‘ও কালারে’, শফি মণ্ডলের সঙ্গে দ্বৈতকণ্ঠে ‘তার ভিতরে বাতাস ভরিয়া’। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘কে এখন তো মনে’ শিরোনামে একটি গান। তিনি বলেন, ‘এ বছর আমার যে একগুচ্ছ গান প্রকাশিত হবে, সেগুলোর কাজ গত বছর থেকেই শুরু হয়ে গেছে। আশা করছি এগুলো শ্রোতাদের আলোড়িত করবে। কেননা, আমি নিজেই গানগুলো গেয়ে আনন্দ পেয়েছি।’

শিল্পী কিশোর দাস জানান, এ বছর গান নিয়ে তাঁর পরিকল্পনা অনেক। কেবল নিজের জন্য নয়, নিজের সুরে অন্যদের জন্যও গান করছেন তিনি। ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে ‘তুমি চিরদিন’ শিরোনামে একটি নতুন গান। শিগগিরই ভিডিওসহ প্রকাশিত হবে গানটি। নতুন তিনটি গানের সুর করেছেন এই তরুণ শিল্পী। গানগুলো তিনিসহ গাইবেন ডলি সায়ন্তনী ও তপন চৌধুরী। কিশোর বলেন, ‘এ বছর অনেক কাজ করার ইচ্ছা আছে। একটি হিন্দি গানও করেছি। শিগগিরই প্রকাশিত হবে সেটি।’

ভক্তদের জন্য নতুন চমক নিয়ে অপেক্ষা করছেন মাইনুল আহসান নোবেল। সংগীতচিত্রসহ নতুন গান নিয়ে আসছেন তিনি। জানালেন, ‘অভিনয়’ গানটির পর ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে। তাই চেষ্টা থাকবে আগের চেয়ে ভালো ভালো গান শ্রোতাদের উপহার দেওয়ার। ইতিমধ্যে চলচ্চিত্রের জন্য ‘মুখোশ’ শিরোনামে একটি গানের প্রস্তুতি শেষ করেছেন তিনি। প্রকাশের অপেক্ষায় আছে ‘সবকিছু ছেড়ে’ ও ‘মেহেরবান’ শিরোনামে দুটি গান। নোবেল বলেন, ‘এখন ভিডিও ছাড়া নতুন গানের কথা ভাবাও যায় না। আশা আছে পরের গানগুলোর আরও ভালো মিউজিক ভিডিও করব।’

বসে নেই অন্য অন্য তরুণও। হৃদয় খান, নিশিতা, প্রীতম, কোনাল, সালমা, রন্টি, ঝিলিক, পূজা, লুইপার মতো তরুণ শিল্পীরা নিজেদের নতুন নতুন সব কাজের প্রস্তুতি নিচ্ছেন। একে একে বছরের পুরোটা সময় নিজেদের গানগুলো প্রকাশ করবেন তাঁরা।