কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ৪১২৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থববছরের জন্য ১৫ লভ্যাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ৭ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
আগের বছর অর্থাৎ ৩০ জুন ২০১৯ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিলো কেডিএস এক্সেসরিজ। যার মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ছিলো।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। এর আগের বছর (ইপিএস) ছিলো ২.০৯ টাকা।
আলোচিত বছরের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৩৭৯ টাকা। এর আগের বছর হয়েছিলো ১৩ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ২১৭ টাকা।
কোম্পানি শেয়ারের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৯৯ টাকা। এর আগের বছর ছিলো ২৪.৯৪ টাকা।
আগামী ১৯ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর।
বিজনেসজার্নাল/এইচআর
পুঁজিবাজার ও অর্থনীতির সর্বশেষ সবাদ পেতে আমাদের ফেসবুক পেইজ ‘বিজনেস জার্নাল’
ও ফেসবুক গ্রুপ ‘ডিএসই-সিএসই আপডেট’ এর সাথে সংযুক্ত থাকুন।