ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

- আপডেট: ১২:৩৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ৪১৪১ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে অর্থ উত্তোলনের জন্য ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির আইপিওতে আবেদন শুরু হবে ১০ নভেম্বর, আর চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে বিএসইসির ৭৪১তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে ও এফডিআর এ বিনিয়োগ করবে ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর পুনঃমূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু রয়েছে ২৪ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বিজনেসজার্নাল/এইচআর
পুঁজিবাজার ও অর্থনীতির সর্বশেষ সবাদ পেতে আমাদের ফেসবুক পেইজ ‘বিজনেস জার্নাল’
ও ফেসবুক গ্রুপ ‘ডিএসই-সিএসই আপডেট’ এর সাথে সংযুক্ত থাকুন।