গেইনারের শীর্ষে এসকে ট্রিমস
- আপডেট: ০৫:৩০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩৫৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্র ১৫০ টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৬৩ শতাংশ।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা পিএলসি, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি, বিকন ফার্মাসিটিক্যালস পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ঢাকা/এসএইচ