গেইনারের শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
- আপডেট: ০৪:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৭৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৮ সেপ্টেম্বর) গেইনারের শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯৫ শতাংশ। আর ৯.৯৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ফু-ওয়াং ফুড
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কর্ণফূলী ইন্সুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স এবং নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা/এসএ