গেইনারের শীর্ষে বিডি থাই
- আপডেট: ০৪:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইতে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ।
আরও পড়ুন: সূচকের পতনে লেনদেন ৬৩৪ কোটি টাকা
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, গ্রামীণ ওয়ান স্কিম টু, সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ঢাকা/এসএইচ