গোপনে বিয়ে করলেন ‘অ্যানিম্যাল’ খ্যাত অভিনেতা: কুণাল
- আপডেট: ১২:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১০৩৩৭ বার দেখা হয়েছে
শীতের আমেজ বয়ে চলছে। আর এই শীতকাল যেন বিয়ের মৌসুম হয়ে গেছে তারকাদের গেছে। একজনের বিয়ের আমেজ শেষ হওয়ার আগেই আরেকজনের বিয়ের খবর। এবার অনেকটা গোপনেই মোহন সিস্টার্সের মেজো বোন মুক্তি মোহনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত ও সমালোচিত ‘অ্যানিম্যাল’ সিনেমা খ্যাত অভিনেতা কুণাল ঠাকুর।
গত ১ ডিসেম্বর ভারতে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’ সিনেমাটি। এটি এখন বিশ্বজুড়ে ব্যাপক ব্যবসা করছে। আর সিনেমার সাফল্যের মাঝেই নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা কুণাল। রোববার (১০ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে সবাইকে চমকে দেন তারা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিয়ের দিন সাদা-সোনালি লেহেঙ্গায় দ্যুতি ছড়িয়েছেন মুক্তি। সঙ্গে লালও ছিল। আর কুণাল ছিলেন সাদা-সোনালি রঙের শেরওয়ানিতে। বিয়ের ছবি সোশ্যালে পোস্ট করে তারা লিখেছেন, তোমার মধ্যে একটা ঐশ্বরিক যোগ খুঁজে পাই। তোমার সঙ্গে আমার মিলন পূর্বপরিকল্পিত।
তারা আরও লিখেছেন―ঈশ্বরের অশেষ আর্শীবাদ, পরিবারের বড়দের আশিস ও বন্ধুদের ভালোবাসা নিয়ে শুরু করলাম নতুন জীবন। স্বামী-স্ত্রী হিসেবে আমাদের জীবনের নতুন এই পথচলায় পাশে চাই সবাইকে।
প্রসঙ্গত, মুক্তি হচ্ছে ডান্স রিয়েলিটি শো’র পরিচিত মুখ। ঝলক দিখলা জা থেকে খতরোকে খিলাড়ির স্টেজে দেখা গেছে তাকে। কমেডি শো-তেও অংশ নিয়েছেন। তার বোন নীতি মোহন বলিউডের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী এবং বোন শক্তি নামী নৃত্যশিল্পী।
আরও পড়ুন: হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
এদিকে কুণাল এর আগে সন্দীপ রেড্ডির ভঙ্গার কবীর সিং সিনেমায় নজর কেড়েছিলেন। হু ইজ গাইনি’র মতো ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাকে।
ঢাকা/কেএ