০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে করোনায় আরও দুজনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১০২৮৩ বার দেখা হয়েছে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন ১৪ বছরের এক কিশোর, অন্যজন যক্ষ্মা রোগে ভুগছিলেন এমন এক নারী। এ নিয়ে জেলায় করোনায় মোট চারজনের মৃত্যু হলো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২২ জুন) সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, মৃত কিশোর মো. এরশাদের বয়স ১৪ বছর। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। গত শুক্রবার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শনিবার (২১ জুন) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, হৃদরোগ ও কিডনি জটিলতায় ভোগার পাশাপাশি তার দেহে করোনার সংক্রমণ ছিল।

অন্যদিকে, মারা যাওয়া নারী ইয়াসমিন আক্তার (৪৫) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা। যক্ষ্মা রোগে ভুগছিলেন তিনি। শনিবার তাকে করোনা পজিটিভ অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইসিইউতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, করোনা শনাক্তের পরীক্ষার জন্য চট্টগ্রামের ১২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা।

জেলা সিভিল সার্জনের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। তাদের মধ্যে ৬৬ জনই নগরের বাসিন্দা। আর ৪ জুন থেকে এ পর্যন্ত মারা গেছেন চারজন, তাদের একজন নগরের এবং বাকি তিনজন উপজেলার বাসিন্দা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও দুজনের মৃত্যু

আপডেট: ০৪:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন ১৪ বছরের এক কিশোর, অন্যজন যক্ষ্মা রোগে ভুগছিলেন এমন এক নারী। এ নিয়ে জেলায় করোনায় মোট চারজনের মৃত্যু হলো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২২ জুন) সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, মৃত কিশোর মো. এরশাদের বয়স ১৪ বছর। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। গত শুক্রবার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শনিবার (২১ জুন) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, হৃদরোগ ও কিডনি জটিলতায় ভোগার পাশাপাশি তার দেহে করোনার সংক্রমণ ছিল।

অন্যদিকে, মারা যাওয়া নারী ইয়াসমিন আক্তার (৪৫) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা। যক্ষ্মা রোগে ভুগছিলেন তিনি। শনিবার তাকে করোনা পজিটিভ অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইসিইউতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, করোনা শনাক্তের পরীক্ষার জন্য চট্টগ্রামের ১২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা।

জেলা সিভিল সার্জনের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। তাদের মধ্যে ৬৬ জনই নগরের বাসিন্দা। আর ৪ জুন থেকে এ পর্যন্ত মারা গেছেন চারজন, তাদের একজন নগরের এবং বাকি তিনজন উপজেলার বাসিন্দা।

ঢাকা/এসএইচ