চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১০:০০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১০৪৮৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি সপ্তাহে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ টাকা ৫৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।
আগামী ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর।
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৮৯ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১.৪৬। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৩.৫৩ টাকা এবং গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৪.৩৩ টাকা।
আগামী ১১ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।
এছাড়া, সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরের জন্য এমটিবি ইউনিট ফান্ড ইউনিটধারীদের ১৪% লভ্যাংশ ডিভিডেন্ড দেবে। অন্যদিকে অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড দেবে ৯.৫% লভ্যাংশ।
গত ৩০ জুন, ২০২১ পর্যন্ত যেসব ইউনিটধারীর হাতে ফান্ড ২টির ইউনিট ছিল তাঁরা ঘোষিত এ ডি্যিভডেন্ড পাবেন।
ফান্ড ২টির ট্রাষ্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি। আর কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: