০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চলেনি: দাবি র‌্যাবের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ১০২৬৯ বার দেখা হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চলেনি বলে দাবি করেছেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বুধবার (২ অক্টোবর) কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কর্নেল মুনীম ফেরদৌস জানান, শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চলেনি।

এর আগে গত ২৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদিক সম্মেলনে একই দাবি জানিয়েছিলেন তিনি। সেদিনও মুনীম বলেছিলেন, সহিংসতার ঘটনা প্রতিরোধে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি। বরং বিভিন্ন ভবনে আটকে পড়া সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উদ্ধার কার্যক্রম চালিয়েছে র‍্যাব।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১০ কারখানায় ছুটি

এদিকে বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত ভার দীর্ঘদিন ছিল র‌্যাবের ওপর। কিন্তু সংস্থাটি ১২ বছরে ১১১ বার প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। পরে সোমবার (৩০ সেপ্টেম্বর) মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।

সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে র‌্যাব ব্যর্থ কি না প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান কর্নেল মুনীম। তবে বলেন, সাগর-রুনি হত্যার ঘটনায় আরও বড় আকারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাইলে র‌্যাব সহায়তা করবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

ছাত্র-জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চলেনি: দাবি র‌্যাবের

আপডেট: ০৪:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চলেনি বলে দাবি করেছেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বুধবার (২ অক্টোবর) কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কর্নেল মুনীম ফেরদৌস জানান, শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চলেনি।

এর আগে গত ২৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদিক সম্মেলনে একই দাবি জানিয়েছিলেন তিনি। সেদিনও মুনীম বলেছিলেন, সহিংসতার ঘটনা প্রতিরোধে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়নি। বরং বিভিন্ন ভবনে আটকে পড়া সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উদ্ধার কার্যক্রম চালিয়েছে র‍্যাব।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১০ কারখানায় ছুটি

এদিকে বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত ভার দীর্ঘদিন ছিল র‌্যাবের ওপর। কিন্তু সংস্থাটি ১২ বছরে ১১১ বার প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। পরে সোমবার (৩০ সেপ্টেম্বর) মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।

সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে র‌্যাব ব্যর্থ কি না প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান কর্নেল মুনীম। তবে বলেন, সাগর-রুনি হত্যার ঘটনায় আরও বড় আকারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাইলে র‌্যাব সহায়তা করবে।

ঢাকা/এসএইচ