ছুটির পর প্রথম কার্যদিবসে সামান্য বেড়েছে লেনদেন

- আপডেট: ০২:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে দেশের পুঁজিবাজারে শুরু হয়েছে লেনদেন। সপ্তাহের এই প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টির শেয়ারদর কমেছে। অন্যদিকে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকের লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, রোববার (১৫ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ২৩ পয়েন্ট কমে ১০২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৭৭১ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: কোম্পানি সচিব নিয়োগ দিলো গোল্ডেন সন
আজ ডিএসইতে ২৬৩ কোটি ২ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২২৪ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৭৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ