জন্মদিনে সৃজিতকে যে উপহার দিলেন মিথিলা

- আপডেট: ০১:১৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪১৩৪ বার দেখা হয়েছে
তারকা দম্পতি সৃজিত-মিথিলাকে ঘিরে রটেছে বিচ্ছেদ গুঞ্জন। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। সৃজিতের ৪৭তম জন্মদিনের আয়োজনে স্বামীর ছায়াসঙ্গী হয়ে রইলেন মিথিলা।
শনিবার সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘দশম অবতার’-এর ট্রেইলারের স্পেশাল প্রিভিউ, সঙ্গে জন্মদিনের জমজমাট পার্টি। সেখানে হাজির ছিলেন টালিউডের রথী-মহারথীরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন এক ছাদের নীচে পাওয়া গেল জয়া আহসান ও মিথিলাকেও। একটা সময় সৃজিত-জয়ার প্রেমের গুঞ্জন ডানা মেলেছিল। তবে সেই সব গুজবকে তুড়ি মেরে উড়িয়ে ফের সৃজিতের সিনেমার নায়িকা জয়া। পাশাপাশি ছবিও তুললেন তারা। তবে পার্টির সব লাইম লাইট কাড়ল সৃজিত-মিথিলা জুটি। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এদিন পার্টিতে সৃজিত মিথিলার পোশাকেও ছিল রং মিলান্তি। তবে এটা প্ল্যান করে নয়, ‘মাঝেমাঝে হয়ে যায়’ বললেন মিথিলা।
আরও পড়ুন: ‘অ্যানিমেল’ সিনেমায় বাঙালি সাজে রাশমিকা
এই বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন মিথিলা? অভিনেত্রী বলেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহার পেয়েছে। এখন আর সারপ্রাইজের কোনো ব্যাপার নেই, গিফট দিয়েছি। আজ যে পাঞ্জাবিটা পরেছে সেটাও আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট।’
‘হ্যাপিলি ম্যারেড’ সৃজিত-মিথিলার বিচ্ছেদ নিয়ে এত গুঞ্জন, সেই নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। তার সাফ কথা, ‘এই গুঞ্জন নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। খুব সাধারণ সংসার আমাদের। কোনো আলাদা হ্যাপিনেসের কিছু নেই। সুখ-দুঃখ, চড়াই-উতরাই নিয়েই আমাদের সংসার।’
ঢাকা/এসএম