জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাজেটে বরাদ্দ ১০০ কোটি

- আপডেট: ০৬:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ১০২৪০ বার দেখা হয়েছে
জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে উপরের সারিতে। ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, লবণাক্ততা বৃদ্ধি ও স্বাস্থ্যঝুঁকি এখন দেশটির টেকসই উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বাস্তবতা বিবেচনায় রেখে ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (০২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিসহ দেশের সব টেলিভিশনে একযোগে ২০২৫–২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু প্রশমন ও অভিযোজন কর্মসূচি, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব বিশ্লেষণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”
সালেহউদ্দিন আহমেদ বলেন, এই বাজেটে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডকে কেন্দ্র করেই দেশের অভিযোজনমুখী কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। এতে যেসব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে- নগর ও গ্রামীণ অঞ্চলে বায়ু ও পানি দূষণ রোধে প্রকল্প গ্রহণ, উপকূলীয় অঞ্চলগুলোতে টেকসই কৃষি ও পানীয়জলের ব্যবস্থা, নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা, গণমাধ্যম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য জলবায়ু সুরক্ষার নির্দিষ্ট কর্মসূচি।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটটি বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন।
আরও পড়ুন: বাজেটে নারীদের জন্য বিশাল সুখবর
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।
ঢাকা/টিএ