১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩
ব্রেকিং নিউজ :
জিএসপি ফাইন্যান্সের মুনাফা কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ৪১৪৯ বার দেখা হয়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১১ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৮৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৯ টাকা বা ১১ শতাংশ কমেছে।
এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৪৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ৯ শতাংশ কমেছে।
২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.২৪ টাকায়।
ট্যাগঃ
AGM all bangla news all share news arthosuchak arthosuchak share newspaper arthosuchak.com bdstock businesshoure24 cse cittagong stock exchange dhaka stock exchange dhaka stock exchange dhaka bangladesh dse dse ipo dse monitor dse news dse news 24 dse news archive dse stock mobi EGM IPO news jugantor.com আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক latest news latest share price by change latest update marekt data today market update of dse orthokotha orthokotha.com prothomalo.com share bazar share biz online sharebarta sharebarta.com sharebazar news sharebazarnews sharebiz sharenews sharenews24.com stock mareket bd up comining ipo অগ্নি সিস্টেমস অনিয়ম অরিয়ন ফার্মা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড অ্যাকটিভ ফাইন ক্যামিকালস্ অ্যাডভান্সড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাপেক্স ট্যানারী অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্ অ্যাপোলো ইস্পাত আই পি ও আইপিও আবেদন আইপিও লটারি আইপিও লটারি শুরু আগামী সপ্তাহে ডিভিডেন্ড দিবে আজকের খবর আজকের সর্বশেষ সংবাদ আনোয়ার গ্যালভানাইজিং আমরা টেকনোলজিস আমরা নেটওর্য়াকস আমান ফিড আর এ কে সিরামিকস্ (বিডি) আর এন স্পিনিং মিলস্ আরামিট আরামিট সিমেন্ট আর্গন ডেনিমস লিমিটেড ইউনাইটডে পাওয়ার জেনারশেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ইনটেক ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ইয়াকিন পলিমার ইর্স্টান ক্যাবলস ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ ইস্টার্ন হাউজিং লিমিটেড এইচ. আর. টেক্সটাইলস্ মিলস্ এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) এএফসি এগ্রো বায়োটেক এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি এজিএম/ইজিএম এমজেএল বাংলাদেশ ওয়াটা কেমিক্যালস্ কারসাজি চক্র কাশেম ইন্ডাসট্রিজ কেডিএস এক্সেসরিজ কোম্পানি সংবাদ কোম্পানী সংবাদ কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী খাতওয়ারী সংবাদ খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাসট্রিজ খায়রুল খুলনা পাওয়ার কো. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং গ্রামীনফোন লিমিটেড গ্লোবাল হ্যাভি ক্যামিকালস জাতীয় খবর জাহিন স্পিনিং লিমিটেড জিএসপি ফাইন্যান্সের মুনাফা কমেছে জিকিউ বলপনে ইন্ডাস্ট্রিজ জিবিবি পাওয়ার জেনারেশসনস্ নেক্সট ফ্যাশনস্ ডিএসই সংবাদ ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণার অপেক্ষায় ডেল্টা স্পিনারস লিমিটেড ডোরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ ড্যাফোডিল কম্পিউটারস্ ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কো. তশরিফা ইন্ডাস্ট্রিজ তাকাফুল ইসলামী ইন্সুরেন্স তালিকাভুক্তির অপেক্ষায় তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. তুং হাই নিটিং এন্ড ডাইং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্ দি ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কো. দূনীতি নাহি আলুমনিয়িাম কম্পোজিট প্যানলে নো ডিভিডেন্ড ন্যাশনাল টি কেম্পানি ন্যাশনাল ফিড মিলস পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স পুঁজিবাজারের সর্বশেষ খবর প্রচ্ছদ প্রথম আলো প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ফরচুন সুজ ফাইন ফুডস ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ফার ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফু-ওয়াং ফুডস্ ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি ফ্যামিলি টেক্স (বিডি) বঙ্গজ বাজার প্রতিদিন বাটা শু কোম্পানী (বিডি) বার্জার পেইন্টস্ বাংলাদেশ বাংলাদেশ ল্যাম্পস বাংলাদেশ সাবমেরিন কেবল কো. লি. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস বিডি থাই অ্যালুমিনিয়াম বিডিকম অনলাইন বিনিয়োগকারী বিনিয়োগকারীর কথা বিনিয়োগকারীরা অর্থ আত্মসাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ বেক্সিমকো সিনথেটিক্স লি: বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস মালেক স্পিনিং মিলস্ মিথুন নিটিং এন্ড ডাইং এন্ড (সিইপিজেড) মুন্নু সিরামিক মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ ম্যারিকো বাংলাদেশ রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস রাজনীতি রেকিট বেনকিজার (বিডি) লাফার্জ হোলসমি সিমেন্ট লিন্ডে বাংলাদেশ লিবরা ইনফিউশনস লেনদেন তথ্য লেনদেন শুরু হবে শমরিতা হস্পিটাল লিমিটেড শাইনপুকুর সিরামিকস্ শাকিল রিজভী শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ শাহজিবাজার পাওয়ার শুরিদ ইন্ডাসট্রিজ শেয়ার মার্কেট শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আসছে সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৮টি হলো : এশিয়া ইন্স্যুরেন্স সমতা লেদার কমপ্লেক্স সাইহাম টেক্সটাইলস্ মিলস সাক্ষাৎকার সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড সামিট পাওয়ার সি এন্ড এ টেক্সটাইলস লি: সিএসই সংবাদ সিঙ্গার বাংলাদেশ সিনোবংলা ইন্ডাস্ট্রিজ সিভিও পেট্রোক্যামিকাল রিফাইনারী সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্ স্কয়ার টেক্সটাইলস্ স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ স্ট্যান্ডার্ড সিরামিকস্ ইন্ডাস্ট্রিজ স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ স্যোশাল ইসলামী ব্যাংক হল্টেড হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ হামিদ ফ্যাব্রিক্স