টানা চার কার্যদিবসে সূচকের পতনে তলানিতে লেনদেন

- আপডেট: ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৪১৭৩ বার দেখা হয়েছে
টানা চার কার্যদিবসে ধারাবাহিক পতনে লেনদেনও কমতে শুরু করেছে পুঁজিবাজারে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্য সূচকের সাথে লেনদেন কমে সাড়ে তিন’শ কোটির নিচে। এদিন ডিএসইতে লেনদেন টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে প্রায় সাড়ে ৯৮ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার ডিএসইতে ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৭ কোটি ৪৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৪ পয়েন্টে।
আরও পড়ুন: ব্লকে স্কয়ার ফার্মার বড় চমক
মঙ্গলবার ডিএসইর দর পতনের শীর্ষে ছিলো শমরিতা হসপিটাল লিমিটেড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৯০ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৩ শতাংশ কমেছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা এপেক্স ফুডসের শেয়ারদর কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৩৬ শতাংশ। আর ২ টাকা ৩০ পয়সা বা ৫.৩৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার।
আজ ডিএসইতে ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির।
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৯ পয়েন্টে। সিএসইতে ১৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির।
দিন শেষে সিএসইতে ৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।
ঢাকা/এসএ