ডিএসইর নবনিযুক্ত এমডির সঙ্গে সিএসই’র এমডির সাক্ষাৎ
- আপডেট: ০৬:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তারিকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সিএসইর এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্টের পি অ্যান্ড সিআর তানিয়া বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তারিকুজ্জামান বলেছেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী। তাই পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার বিষয়ে যৌথভাবে উদ্যোগ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’
আরও পড়ুন: উৎপাদন বাড়বে এমারেল্ড অয়েল
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, ‘পুঁজিবাজারে আরও বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করতে হবে। আরও নতুন নতুন প্রডাক্ট যেমন, নেটিং, ইটিএফ, এটিবি দ্রুত চালু করতে হবে। আমি আশা করি সবারর সমন্বিত প্রচেষ্টায়, বিশেষ করে ডিএসই ও সিএসইর যৌথ প্রচেষ্টায় দেশের পুঁজিবাজারে পণ্য বৈচিত্রে বৈচিত্রময় করে সবারর আস্থা অর্জনে সক্ষম হব। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে।
পরে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ডিএসইর নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।
ঢাকা/টিএ