ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে সিটি ব্যাংক

- আপডেট: ১২:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ও একটি টেলিকম কোম্পানির সমন্বয়ে একটি কনসোর্টিয়াম গঠন হতে যাচ্ছে। ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়ার জন্য সিটি ব্যাংকের কাছে প্রস্তাব পাঠানো হলে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তা অনুমোদন করে। সোমবার ৭ আগস্ট, ২০২৩ তারিখ কোম্পানিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ইসলমিক ফাইন্যান্স
এছাড়া প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ২৭ কোটি ৭৮ লাখ টাকা বা ১১.১২ শতাংশ যোগান দেবে এই কোম্পানি।
উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে কোম্পানিটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করতে পারবে।
ঢাকা/টিএ