০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য দায়ী সিন্ডিকেট: উপদেষ্টা ফরিদা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ১০২২৪ বার দেখা হয়েছে

বাজারে ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট দায়ী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উপদেষ্টা বলেন, বাজারে ইলিশের দাম কেজিপ্রতি এখনো ১৫০০ টাকার ওপরে থাকায় সাধারণ মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না। ইলিশের অতিরিক্ত দামের জন্য  সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসাই দায়ী।

চলতি বছর ইলিশের প্রজনন হার বেড়ে ৫৪ শতাংশ হয়েছে জানিয়ে তিনি বলেন, ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে গত ১০ বছর ধরে। তবে এ বছর দুর্গাপূজার সময়ে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হলেও ভারতে গেছে মাত্র ৬৬৫ মেট্রিক টন।

আরও পড়ুন: শ্রমিক সমস্যা সমাধানে জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছি: শ্রম উপদেষ্টা

মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ফরিদা আখতার। তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার প্রভাবে ডিমের সরবরাহে ঘাটতি হয়েছিল। স্বাভাবিকের তুলনায় তখন চাহিদা বেশি থাকায় ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়।

এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের জন্যই সরবরাহে হস্তক্ষেপ করে। যার কারণে বাজারে বেড়ে যায় দাম। তিনি আরও বলেন, ডিমের চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকা সত্ত্বেও ডিমের অস্বাভাবিক মূল্য বাড়ার পেছেনে সিন্ডিকেটই দায়ী।

ডিম আমদানি প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানিরে ঘোষণা দেয়ায় উদ্বেগ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ডিম আমদানির ফলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। আমদানি করা ডিমের সঙ্গে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এর ফলে পোল্ট্রি শিল্প বিপর্যয়ের মুখে পড়তে পারে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য দায়ী সিন্ডিকেট: উপদেষ্টা ফরিদা

আপডেট: ০১:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বাজারে ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট দায়ী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ বুধবার (২৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উপদেষ্টা বলেন, বাজারে ইলিশের দাম কেজিপ্রতি এখনো ১৫০০ টাকার ওপরে থাকায় সাধারণ মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না। ইলিশের অতিরিক্ত দামের জন্য  সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসাই দায়ী।

চলতি বছর ইলিশের প্রজনন হার বেড়ে ৫৪ শতাংশ হয়েছে জানিয়ে তিনি বলেন, ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে গত ১০ বছর ধরে। তবে এ বছর দুর্গাপূজার সময়ে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হলেও ভারতে গেছে মাত্র ৬৬৫ মেট্রিক টন।

আরও পড়ুন: শ্রমিক সমস্যা সমাধানে জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছি: শ্রম উপদেষ্টা

মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ফরিদা আখতার। তিনি বলেন, আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যার প্রভাবে ডিমের সরবরাহে ঘাটতি হয়েছিল। স্বাভাবিকের তুলনায় তখন চাহিদা বেশি থাকায় ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়।

এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের জন্যই সরবরাহে হস্তক্ষেপ করে। যার কারণে বাজারে বেড়ে যায় দাম। তিনি আরও বলেন, ডিমের চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকা সত্ত্বেও ডিমের অস্বাভাবিক মূল্য বাড়ার পেছেনে সিন্ডিকেটই দায়ী।

ডিম আমদানি প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানিরে ঘোষণা দেয়ায় উদ্বেগ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ডিম আমদানির ফলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন। আমদানি করা ডিমের সঙ্গে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এর ফলে পোল্ট্রি শিল্প বিপর্যয়ের মুখে পড়তে পারে।

ঢাকা/এসএইচ