তিন কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!

- আপডেট: ০১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪১৭৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে বীমা খাতের তিন কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত জনতা ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৫ লাখ ৫১ হাজার ১৯২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আরও পড়ুন: স্টক ব্রোকার সনদ পেয়েছে এসবিআই সিকিউরিটিজ
একই সময় এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ লাখ ২৩ হাজার ৫০৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ৫৫ টাকা ৬০ পয়সা।
ইউনাইটেড ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ঢাকা/টিএ