তিন ছবিতে ঝড় তুলবেন প্রভাস
- আপডেট: ০১:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ১০২৬৪ বার দেখা হয়েছে
গত কয়েক বছরে একের পর এক ব্যর্থ ছবির চাপে নিজের তারকা খ্যাতি খোয়াতে বসেছিলেন দক্ষিণী নায়ক প্রভাস। তারপর ‘সালার’ ছবি দিয়ে স্রোতে ফিরে আসেন নায়ক। ২০২৩ এর বড়দিনে মুক্তি পায় প্রভাসের ‘সালার’। মুক্তির আগেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা যেমন ছিল তুঙ্গে, মুক্তির পরেও আশাজাগানীয় আলোড়ন তোলে ছবিটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এবার প্রভাস ভক্তদের জন্য নতুন খবর, ‘সালার’-এর প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’-এর সঙ্গে তিনটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাস। তার মধ্যে একটি ছবি ‘সালার টু’। নির্মাতারা জানিয়েছেন, প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ। প্রযোজনা সংস্থার সঙ্গে প্রভাসের এই চুক্তিকে সিনেমা ব্যবসা বিশেযজ্ঞদের একাংশ বিনোদন জগতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন।
শুক্রবার সামাজিক মাধ্যমে প্রযোজনা সংস্থার একটি বিবৃতিতে এ খবর জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গর্বিত। ছবিগুলো তৈরি হবে ভারতে, তবে সেগুলো সারা বিশ্বের দর্শকের মন জয় করে নেবে। আমরা কথা দিচ্ছি, এই ঘোষণা দর্শকের কাছে ভালো সিনেমা পৌঁছে দেবে।’
আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন কিং খান
প্রথম ছবির মতোই ‘সালার টু’ পরিচালনা করবেন প্রশান্ত নীল।
নির্মাতারা জানিয়েছেন ‘সালার টু’-এর মাধ্যমে এই বিশেষ সফর শুরু করছেন তারা। অন্য দু’টি ছবি যথাক্রমে ২০২৭ এবং ২০২৮-এ মুক্তি পাবে। তবে এই দু’টি ছবি সম্বন্ধে নির্মাতারা এখনই কোনও তথ্য প্রকাশ করেননি।
সূত্রের দাবি, হায়দারাবাদের রামোজি ফিল্ম সিটিতে ‘সালার টু’-এর প্রায় ২০ শতাংশ শ্যুটিং ইতোমধ্যেই সম্পন্ন। ছবির পরবর্তী শিডিউলের জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা।
ঢাকা/এসএইচ