দরপতনের তালিকায় চলছে ‘জেড’ ক্যাটাগরিভুক্তদের দখলদারি

- আপডেট: ০৫:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩০৮ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২৯৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার ১০টি কোম্পানিই ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়ে আজ থেকে লেনদেন শুরু করেছে। গতকাল একযোগে ২৮ কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে ডিএসই। ‘জেড’ ক্যাটাগরিতে যাওয়া কোম্পানিগুলোর আজ শেয়ারদর সর্বোচ্চ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সর্বোচ্চ শেয়ারদর কমেছে লুব০রেফ বাংলাদেশের। এদির কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা দেশ গার্মেন্টসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এডেভেন্ট ফার্মা।
আরও পড়ুন: রহিমা ফুড ইস্যুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারির ৯ দশমিক ৯৪ শতাংশ, ফার কেমিক্যালের ৯ দশমিক ৮৩ শতাংশ, বে লিজিংয়ের ৯ দশমিক ৮০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯ দশমিক ৯০ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯ দশমিক ৮০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৭৯ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দর ৯ দশমিক ৭৭ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ