দ্রুত ভারত-পাকিস্তানের পরিস্থিতি শান্ত চান ট্রাম্প: হোয়াইট হাউজ

- আপডেট: ১২:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ১০২৭৬ বার দেখা হয়েছে
ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
হোয়াইট হাউজের মুখপাত্র জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বহু বছর ধরে বিবাদ চলছে। সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও নিয়মিতই দেশ দু’টির নেতাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল
উল্লেখ্য, ভারত-পাকিস্তান চলমান সংঘাতে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে দুই দেশে। এর মধ্যে পাকিস্তানে নিহত হয়েছে ৩২ জন।
ঢাকা/এসএইচ