নরম চুল পাবেন যে ৫ উপায়ে

- আপডেট: ০৪:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ৪১২৪ বার দেখা হয়েছে
শুষ্ক ও রুক্ষ চুল দেখতে যেমন ভালো দেখায় না, তেমনি এ ধরনের চুলে মনের মতো স্টাইলও করা যায় না। শীতের সময় ফ্রিজি চুলের সমস্যা যেন বেড়ে যায় আরও বেশি। কয়েকটি উপায় অবলম্বন করলে জটধরা রুক্ষ চুল হবে নরম ও সিল্কি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অ্যালোভেরা
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। এর সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। শ্যাম্পু শেষে চুল শুকানোর পর এটি স্প্রে করুন চুলে। চুল হবে সিল্কি ও মসৃণ।
তেল
নারিকেলের তেল বা অলিভ অয়েল কুসুম গরম করে চুলে ম্যাসাজ করুন। ম্যাসাজ শেষে গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন।
টক দই
১ কাপ দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ আমলকীর পাউডার ভালো করে মিশিয়ে নিন। এটি মাথার ত্বক এবং চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।
মেথি
মেথি সারারাত পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পেস্ট করে চুলে লাগান। ৩০ মিনিট প্র শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম
১টি ডিম, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।
আরও পড়ুন: কর্ণফুলী গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ
ঢাকা/এসএম