নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

- আপডেট: ০১:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
নাইজেরিয়ার উত্তর পশ্চিমের জামফারা প্রদেশের নদীতে একটি নৌকা ডুবে নৌকাটিতে থাকা অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শনিবার (১৪ সেপ্টেম্বর) নাইজেরিয়ার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। কাঠের তৈরি নৌকাটিতে ৭০ জন কৃষক ছিলেন। শনিবার সকালে তাঁরা নৌকায় নদী পার হয়ে স্থানীয় গুম্মি শহরের খামারগুলোয় কাজ করতে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর কর্তৃপক্ষের সহায়তায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নেমে পড়েন। ঘণ্টা তিনেক পর ছয়জনকে উদ্ধার করা হয়। বাকিদের হদিস মিলেনি।
আরও পড়ুন: ইসরায়েলের সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা
স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালি বলেন, ‘এর আগেও একবার এখানে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। সপ্তাহ দুয়েক আগে এ এলাকা থেকে বন্যার কারণে ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।’
ঢাকা/এসএইচ