নারীর সঙ্গে দুর্ব্যবহার প্রিয়াঙ্কার স্বামীর

- আপডেট: ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ৪১২৬ বার দেখা হয়েছে
বলিউড সুন্দরী প্রিয়াঙ্কার চোপড়ার স্বামী নিক জোনাসের বিরুদ্ধে এবার এক নারীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে তার দুই দেবরেরও নাম জড়িয়েছে। নিক জোনাসের বিরুদ্ধে অভিযোগ আনা ওই অশ্বেতাঙ্গ নারীর নাম টেইলর গ্যারন। এক টুইট বার্তায় নিজেই এ ঘটনা বলেছেন তিনি।
গ্যারন বলেন, তিনি থ্যাঙ্কসগিভিং ডে-র প্যারেডে অংশ নিয়েছিলেন। যেখানে পারফর্ম করতে গিয়েছিল নিক ও তার ভাইদের গানের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’। অনুষ্ঠানে ‘জোনাস ব্রাদার্স’-এর সদস্যরা তার সঙ্গে খারাপ ব্যবহার করেন।
যদিও তার সঙ্গে ঠিক কী ঘটেছে, তা স্পষ্ট করেননি টেইলর গ্যারন। অপর এক টুইটে একটি অস্পষ্ট ছবি শেয়ার করে টেইলর গ্যারন দাবি করেছেন, সেসময় তিনি ‘জোনাস ব্রাদার্স’-এর সঙ্গে ছিলেন, তখনই ওই ছবিটি তোলা হয়। অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি পড়ছিল, তখনই ‘জোনাস ব্রাদার্স’-এর সদস্যরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
ওই নারী আরও দাবি, তার বাবাও ‘জোনাস ব্রাদার্স’-এর সদস্যদের পছন্দ করেন না। তার ভাষ্য, আমার বাবা হোটেল ও রেস্তোরাঁতে কাজ করেন। ‘জোনাস ব্রাদার্স’-এর সদস্যরা একবার বাবার তৈরি খাবার চারবার ফেরত পাঠিয়েছিলেন।
যদিও এই অভিযোগের বিষয়ে নিক জোনাস ও তার দুই ভাই জো কিংবা কেভিন কেউই মুখ খোলেননি। সূত্র: জিনিউজ