নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে নিহত ৮
- আপডেট: ১০:৩২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ১০২৭৭ বার দেখা হয়েছে
পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার রাতে সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। এ পরিবারটির বসবাস ছিল শেরপুর জেলার খোলআচার পাড়ায়। এছাড়া নিহত শাওনের এক স্বজন বাকি চারজনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আবদুল (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০)। এই চারজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।
আরও পড়ুন: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: ড. ইউনূস
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানিয়েছেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে।
মুরাদ নামে নিহত শাওনের এক স্বজন জানিয়েছেন, শাওন নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়ায় তার গ্রামের বাড়িতে দেখা করে ঢাকায় যাওয়ার জন্য এ পথে আসেন।
ঢাকা/এসএইচ