১১:০২ অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

নির্বাচিত সরকার এসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে: অর্থ উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

কর্মসংস্থানের সুযোগ তৈরিসহ সম্পদের ভোগবৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে নির্বাচিত সরকার এসে দীর্ঘ পরিকল্পনা করবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে একথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান বৈষম্যমূলক আইন সংস্কারের প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ী ও রাজনীতিবিদরা প্রশ্ন তোলেন বিনিয়োগ স্থবিরতা না কাটলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে কীভাবে? উন্নয়নকে টেকসই করতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চান স্বাস্থ্য ও শিক্ষায়।

আর্থিক খাতের চলমান সংস্কারের মধ্যেই রাজধানীর একটি হোটেলে সোমবার তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করে বাণিজ্য বিষয়ক পত্রিকা দৈনিক বণিক বার্তা।

বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময় শীর্ষক সেমিনারে ব্যবসায়ী ও রাজনীতিবিদরা সামনে আনেন, বিনিয়োগ না বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে কীভাবে আর কর্মসংস্থানের সুযোগই বা তৈরি হবে কীভাবে- সেই প্রশ্ন। তাগাদা আসে নীতি নির্ধারণে ভুল পরিসংখ্যান পরিহার করার পাশাপাশি জিডিপির ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দের।

আরও পড়ুন: মূল্যস্ফীতি কমাতে আরও ৮ মাস লাগবে: গভর্নর

এসময় এনবিআর চেয়ারম্যান আশ্বস্ত করেন ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বৈষম্যমূলক আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সামাজিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

অদক্ষতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে বলেও যুক্তি তুলে ধরেন আলোচকরা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

নির্বাচিত সরকার এসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে: অর্থ উপদেষ্টা

আপডেট: ০৪:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

কর্মসংস্থানের সুযোগ তৈরিসহ সম্পদের ভোগবৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে নির্বাচিত সরকার এসে দীর্ঘ পরিকল্পনা করবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে একথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান বৈষম্যমূলক আইন সংস্কারের প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ী ও রাজনীতিবিদরা প্রশ্ন তোলেন বিনিয়োগ স্থবিরতা না কাটলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে কীভাবে? উন্নয়নকে টেকসই করতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চান স্বাস্থ্য ও শিক্ষায়।

আর্থিক খাতের চলমান সংস্কারের মধ্যেই রাজধানীর একটি হোটেলে সোমবার তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করে বাণিজ্য বিষয়ক পত্রিকা দৈনিক বণিক বার্তা।

বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময় শীর্ষক সেমিনারে ব্যবসায়ী ও রাজনীতিবিদরা সামনে আনেন, বিনিয়োগ না বাড়লে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে কীভাবে আর কর্মসংস্থানের সুযোগই বা তৈরি হবে কীভাবে- সেই প্রশ্ন। তাগাদা আসে নীতি নির্ধারণে ভুল পরিসংখ্যান পরিহার করার পাশাপাশি জিডিপির ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দের।

আরও পড়ুন: মূল্যস্ফীতি কমাতে আরও ৮ মাস লাগবে: গভর্নর

এসময় এনবিআর চেয়ারম্যান আশ্বস্ত করেন ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে বৈষম্যমূলক আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যহীন সামাজিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

অদক্ষতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে বলেও যুক্তি তুলে ধরেন আলোচকরা।

ঢাকা/এসএইচ