নির্বাহী আদেশে একদিন বাড়ল দুর্গাপূজার ছুটি
- আপডেট: ০১:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, সরকারের নির্বাহী আদেশে এ ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে। কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর দিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ৪ দিন ছুটি থাকছে।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে মাহফুজ আলম জানান, বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি শুরু হবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটি থাকবে চার দিন।
আর পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু: আইজিপি
তিনি বলেন, অনেক দিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদ্যাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার আমরা বৃহস্পতিবার একদিন ছুটি বাড়িয়ে দেব। যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদ্যাপনের জন্য।
তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতিদ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেয়া হবে।’
এছাড়া বৌদ্ধ সম্প্রদায় যেন কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন মাহফুজ আলম।
তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, সেসব ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানো হবে।
ঢাকা/এসএইচ