০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নিহত ভক্তের পরিবারকে ৩৫ লাখ টাকা সহায়তা ঘোষণা আল্লু অর্জুনের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৭৪ বার দেখা হয়েছে

দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই নারীর ৯ বছর বয়সি ছেলে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হায়দরাবাদে সিনেমার হলে বাইরে ঘটে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আল্লু অর্জুন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, নিহত নারীর পরিবারের পাশে দাঁড়াবেন।

আল্লু অর্জুন বলেন, ‘সন্ধ্যা থিয়েটারের ঘটনায় মর্মাহত আমি। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন।  এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। আমি ব্যক্তিগত ভাবে দেখা করব সেই পরিবারের সঙ্গে। এই কঠিন সময়ে আমি পাশে আছি, তাদেরকে সকল ধরণের সহযোগীতা করার জন্য।’

আরও পড়ুন: দিলজিতের কনসার্টে নাচলেন দীপিকা

আহত শিশুর চিকিৎসার সব খরচও বহন করবেন বলে জানিয়েছেন আল্লু। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ছবির সকলেই এই ঘটনায় মর্মাহত। নিহতের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তাদের পাশে দাঁড়াতে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভারতীয় সিনেমা  ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেরদিন বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল।

সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন ও মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ। তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতে পদপিষ্ট হন অনেকেই। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক নারী ভক্তের। আহত হয় তার ৯ বছর বয়সী ছেলে।

জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়। একপর্যায়ে ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়।

বিষয়টি উল্লেখ করে আল্লু অর্জুন বলেছেন, মানুষের মনোরঞ্জনের জন্যই ছবি তৈরি করেন শিল্পীরা। কিন্তু সকলের আরও সাবধানী হওয়া উচিত।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

নিহত ভক্তের পরিবারকে ৩৫ লাখ টাকা সহায়তা ঘোষণা আল্লু অর্জুনের

আপডেট: ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই নারীর ৯ বছর বয়সি ছেলে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হায়দরাবাদে সিনেমার হলে বাইরে ঘটে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আল্লু অর্জুন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, নিহত নারীর পরিবারের পাশে দাঁড়াবেন।

আল্লু অর্জুন বলেন, ‘সন্ধ্যা থিয়েটারের ঘটনায় মর্মাহত আমি। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন।  এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। আমি ব্যক্তিগত ভাবে দেখা করব সেই পরিবারের সঙ্গে। এই কঠিন সময়ে আমি পাশে আছি, তাদেরকে সকল ধরণের সহযোগীতা করার জন্য।’

আরও পড়ুন: দিলজিতের কনসার্টে নাচলেন দীপিকা

আহত শিশুর চিকিৎসার সব খরচও বহন করবেন বলে জানিয়েছেন আল্লু। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ছবির সকলেই এই ঘটনায় মর্মাহত। নিহতের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তাদের পাশে দাঁড়াতে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ভারতীয় সিনেমা  ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেরদিন বুধবার রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল।

সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন ও মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ। তাকে দেখতে গিয়ে ভক্তদের প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আর এতে পদপিষ্ট হন অনেকেই। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক নারী ভক্তের। আহত হয় তার ৯ বছর বয়সী ছেলে।

জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়। একপর্যায়ে ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়।

বিষয়টি উল্লেখ করে আল্লু অর্জুন বলেছেন, মানুষের মনোরঞ্জনের জন্যই ছবি তৈরি করেন শিল্পীরা। কিন্তু সকলের আরও সাবধানী হওয়া উচিত।

ঢাকা/এসএইচ