নুসরাত ফারিয়ার নামে মামলা ছিলো তাই গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট: ০১:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১০২৬০ বার দেখা হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার সুনির্দিষ্ট বিবরণ তিনি জানেন না বলে জানিয়েছেন।
আজ সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি (নুসরাত ফারিয়া) কি করছেন আমি জানি না। আমরা বলছি বিনা কারণে যেন শাস্তিভোগ না করে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলতে পারবো।
তিনি বলেন, নুসরাত ফারিয়ার নামে মামলা থাকলে আমরা কী করব? আসামি না ধরলে আবার আপনারা বলবেন, আসামি ছেড়ে দিয়েছে।
ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর বিদেশ যাত্রা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো কেস নেই।
আরও পড়ুন: সাত দেশে ১৯ হাজার প্রবাসীকে ভোটার করলো ইসি
স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন- গরুর হাট ও ঈদের সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মহাসড়কের পাশে কোনো হাট বসতে পারবে না। গরুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে হবে। গরু রাস্তা দিয়ে নামানো যাবে না; গাড়ি হাটের ভেতরে নিয়ে গরু নামাতে হবে। যেকোনো পরিবহন মাধ্যমে গরু পরিবহন করার সময় ব্যানারে হাটের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
তিনি বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকে এবং পরের তিন দিন পর্যন্ত বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। কোনো সময়েই রাতে বাল্কহেড চলবে না। গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। যারা এ নির্দেশনা লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ঢাকা/এসএইচ