পাকিস্তানে ঘাঁটিতে হামলা, ৮ সেনা নিহত

- আপডেট: ১২:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৮০ বার দেখা হয়েছে
পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন সেনাসদস্য। এ অঞ্চলে বেশ কিছুদিন ধরেই কথিত জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়ছিল। সেই ধারাবাহিকতায় এ জঙ্গি হামলা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পাকিস্তানের সেনাবাহিনী বিবৃতিতে বলছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে সেনাঘাঁটিতে জঙ্গিরা গুলি শুরু করলে পাল্টা আক্রমণ চালায় সেনাসদস্যরা। এতে সেনাবাহিনীর গুলিতে অন্তত ১২ জঙ্গি নিহত হয়েছে। এসময় দেশ রক্ষার মহান দায়িত্ব পালনকালে জঙ্গি হামলায় অন্তত ৮ সেনাসদস্য নিহত হয়েছেন।
আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থী-কর্মীদের প্রবেশ আরও কঠিন করছে কানাডা
সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি) নামের সশস্ত্র সংগঠনটি। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ২ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা।
প্রসঙ্গত, পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে বেশ কিছু দিন ধরে কথিত এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। এর আগে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়।
ঢাকা/এসএইচ