১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

পাচারকৃত অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ১০২৫৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত রোববার নিউ ইয়র্কে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গভর্নর বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে চাই। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সভায় অংশ নিতে ওয়াশিংটনে যাওয়ার পথে নিউ ইয়র্কে প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই সফরে গভর্নরের সঙ্গে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং লেডি গভর্নর দিলরুবা রহমান।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু অর্থনৈতিক নীতিনির্ধারক সংস্থা নয়, দুর্নীতিবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছে।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন চালু করবে পুলিশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী। বক্তৃতা দেন আফতাব মান্নান, ড. মহসিন পাটওয়ারী, ড. ওয়াজেদ খান, আবু তাহের, ড. শওকাত আলী, খালেদ মহীউদ্দিন, সানওয়ার চৌধুরী, সামীম আহমদ, নাদের খান, সফিকুল ইসলাম ও খলকু কামালসহ আরও অনেকে।

প্রবাসীরা আশ্বাস দেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের যেকোনো উদ্যোগে তারা পাশে থাকবেন।

অনুষ্ঠান শেষে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পাচারকৃত অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর

আপডেট: ১০:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত রোববার নিউ ইয়র্কে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গভর্নর বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে চাই। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সভায় অংশ নিতে ওয়াশিংটনে যাওয়ার পথে নিউ ইয়র্কে প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই সফরে গভর্নরের সঙ্গে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং লেডি গভর্নর দিলরুবা রহমান।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু অর্থনৈতিক নীতিনির্ধারক সংস্থা নয়, দুর্নীতিবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছে।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন চালু করবে পুলিশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী। বক্তৃতা দেন আফতাব মান্নান, ড. মহসিন পাটওয়ারী, ড. ওয়াজেদ খান, আবু তাহের, ড. শওকাত আলী, খালেদ মহীউদ্দিন, সানওয়ার চৌধুরী, সামীম আহমদ, নাদের খান, সফিকুল ইসলাম ও খলকু কামালসহ আরও অনেকে।

প্রবাসীরা আশ্বাস দেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের যেকোনো উদ্যোগে তারা পাশে থাকবেন।

অনুষ্ঠান শেষে গভর্নর ও ডেপুটি গভর্নরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ঢাকা/এসএইচ