পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন সামান্য বাড়লো

- আপডেট: ০৩:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ১০৩০২ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকের লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, মঙ্গলবার (২০ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১০৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৭৮০ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: গেইনারের শীর্ষে ফু-ওয়াং ফুডস
আজ ডিএসইতে ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৮৮ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১১টি কোম্পানির, বিপরীতে ১০৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ