পুঁজিবাজার হতে অর্থ সংস্থানের নীতিমালা প্রণয়নসহ বিএসইসিতে আইসিবির ১১ প্রস্তাব
- আপডেট: ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ১০৩১১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে সার্বিক উন্নয়ন ও সংস্কারে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ার মার্কেটে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তকরণসহ মোট ১১টি প্রস্তাবনা তুলে ধরেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে এক মতবিনিময় সভায় প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়। রোববার (২০ অক্টোবর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উক্ত মত বিনিময় সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, ফারজানা লালারুখসহ শীর্ষ কর্মকার্তারা এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আইসিবির শীর্ষ কর্মকর্তারা দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ও সংস্কার সংক্রান্ত বিষয়ে বিএসইসি’র উদ্যোগের প্রশংসা করেন এবং উন্নয়ন ও সংস্কার বিষয়ে আইসিবির পক্ষ থেকে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
এসময় দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজার হতে অর্থ সংস্থানের নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ, সিকিউরিটিজ ক্রয়ের ক্ষেত্রে ট্রেক হোল্ডারস মার্জিন রেগুলেশন্স এর সংস্কার, গ্রাহকের সমন্বিত ব্যাংক হিসাবের সুদ বন্টন সংশ্লিষ্ট বিধিমালার সংস্কার, ব্রোকারেজ কমিশন এর যুক্তিসঙ্গত নিম্নসীমা নির্ধারণ, ট্রেজারী বন্ড এর লেনদেন ও সুদ প্রদান সহজীকরণ, দেশে বিদ্যমান সরকারি ও বহুজাতিক কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ গ্রহণ, মার্কেট মেকার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, স্টক ব্রোকারের মাধ্যমে ট্রেজারী বিলের অকশনে অংশ গ্রহণের সুযোগ প্রদান, স্বাস্থ্য-চিকিৎসা-পর্যটন খাতের উন্নয়নে বিশেষায়িত বন্ড-গ্রিন ফাইন্যান্সিংসহ ব্লু-ইকোনোমিক জোন ভিত্তিক বিভিন্ন প্রোডাক্ট/সেবা চালুকরণ, সেকেন্ডারি মার্কেটে লেনদেনের ক্ষেত্রে শেয়ার সেটেলমেন্টের সময়সীমার সংস্কার, পুঁজিবাজারের কর সংক্রান্ত পলিসির সংস্কার ইত্যাদি বিষয়ে প্রস্তাবনা করেন। পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তকরণ ও নতুন পণ্য আনয়নে আইসিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান আইসিবির কর্মকর্তরা।
আরও পড়ুন: আজ আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
এছাড়াও দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নের বিষয়েও আইসিবি বেশকিছু কৌশলগত প্রস্তাবনা সভায় তুলে ধরেন।
সভায় খন্দকার রাশেদ মাকসুদের বলেন, দেশের পুঁজি বাজারের উন্নয়ন ও কল্যাণের কেন্দ্রেবিন্দুতে রয়েছে সংস্কার। দেশের পুঁজিবাজারের টেকসই ও যথাযথ সংস্কারের জন্য বিএসইসি’র গঠিত টাস্কফোর্স স্বাধীনভাবে কাজ করছে এবং সংস্কারের পরিকল্পনায় টাস্কফোর্স এর অধীন পুঁজিবাজার সংশ্লিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বেশ কিছু ফোকাস গ্রুপ কাজ করবে বলে জানান তিনি। দেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় বিনিয়োগকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি হিসেবে দেশের পুঁজিবাজারের উন্নয়নে আইসিবিকে বিশেষ অবদান রাখতে হবে ।
তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নের পথে বিদ্যমান সমস্যা গুলো চিহ্নিত করতঃ সমাধানের পদক্ষেপ গ্রহণ ও উদ্যোগী হওয়ার উপর গুরুত্বারোপ করতে হবে। পুঁজিবাজারের টেকসই ও যনযানে আসিবির সক্রিয়, দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য দেশে র মিউচুয়্যাল ফান্ড এর বিকাশ এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি জরুরি। দেশে মিউচুয়্যাল ফান্ডকে আরো বেশি জনপ্রিয় করতে এবং এই খাতের উন্নয়ন ও বিকাশে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আইসিবিকে আরো উদ্যোগী হতে হবে।
ঢাকা/এসএইচ