প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান

- আপডেট: ০২:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ১০৪৩১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান একজন সিআইপি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি। চট্টগ্রামের পটিয়ার ছেলে খলিলুর রহমানের জন্ম ১০ এপ্রিল ১৯৪৫। বাবা মৃত আলহাজ আবুল খায়ের। মা মৃত আলহাজ ফাতেমা বেগম। তিনি বাংলাদেশ সিআর কয়েল ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান। তিনি বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি, বিকডার ভাইস প্রেসিডেন্ট, প্রগতি ইন্স্যুরেন্সর পরিচালক।খলিলুর রহমান একজন সিআইপি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি। চট্টগ্রামের পটিয়ার ছেলে খলিলুর রহমানের জন্ম ১০ এপ্রিল ১৯৪৫। বাবা মৃত আলহাজ আবুল খায়ের। মা মৃত আলহাজ ফাতেমা বেগম। তিনি বাংলাদেশ সিআর কয়েল ম্যানুফেকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান। তিনি বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি, বিকডার ভাইস প্রেসিডেন্ট, প্রগতি ইন্স্যুরেন্সর পরিচালক।
আরও পড়ুন: আইসিবি’র তিন হাজার কোটি টাকার সুদ ৪ শতাংশে অনুমোদন
ঢাকা/এসএইচ