প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে ঐকমত্যে আসেনি বিএনপিসহ ৩ দল: আলী রীয়াজ

- আপডেট: ০৭:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ১০২৫৬ বার দেখা হয়েছে
প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপিসহ ৩টি দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আলী রীয়াজ বলেন, মেয়াদ এবং বার বাদ দিয়ে সময় নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি ১০ বছরের বেশি থাকতে পারবেন না। এই বিষয়ে বিএনপি, এলডিপির একাংশ এবং এনডিএম ভিন্নমত পোষণ করেছে।
আগামী বুধবারের (২৫ জুন) বৈঠকে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে এনসিসি গঠন ও উচ্চকক্ষ কীভাবে গঠন হবে, ওইসব সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সময় দলগুলো প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়েও কথা বলবে।
আরও পড়ুন: ৭ পুলিশ সুপারকে বদলি
দ্বিতীয় আলোচনার বিষয় উল্লেখ করে আলী রীয়াজ বলেন, দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে- সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছিল। বিভিন্ন দলের সেন্টিমেন্ট ও অবস্থান বিবেচনা করে ঐকমত্য কমিশন থেকে একটি প্রস্তাব হাজির করা হবে। কী আলোচনা হয়েছে তার প্রতিফলন হিসেবে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। যাতে করে সাম্য ও মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানে উল্লেখ করা বা অন্যভাবে যুক্ত করা তখন বিবেচনা করা হবে।
ঢাকা/এসএইচ